Category Archives: কালিয়ান

কালিয়ানে ঈদুল আযহার নামায সকাল ৮:৩০ মিনিটে

কালিয়ানের সকল ধর্মপ্রাণ মুসুল্লিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গতবারের মতো এবারও কালিয়ানে ঈদুল আযহার নামায সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত নামাযে অংশগ্রহণ করতে অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বেই ঈদগাহ মাঠে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হইল। ঈদের সালাত শেষে প্রত্যেক সমাজের নির্ধারিত জায়গায় কুরবানীর পশু জবাই করা হবে।
উল্লেখ্য যে, এবার মহিলাদের ঈদের সালাত আদায় করার জন্য আলাদা সুব্যবস্থা করবে কালিয়ান ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ। তাই মহিলারা পর্দায় থেকে ঈদের সালাত জামায়াতের সাথে আদায় করতে পারবে।

কালিয়ানের সকল নিউজ পেতে ভিজিট করুন Newskalian24 এই ঠিকানায়

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কালিয়ান!

টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে আশেপাশের এলাকার মতো কালিয়ানও বিপুল পরিমাণ ধানের ক্ষতি থেকে রক্ষা পায় নি। কালিয়ানের নকিল বিলের ক্ষতিগ্রস্তের পরিমাণ খুবই বেশি। এর বেশির ভাগ অংশ পানির নিচে তলিয়ে গেছে এবং যে সমস্ত ক্ষেতে ধান কাটা ছিল তার সবই ভেসে চলে গেছে। আশেপাশে নদীর পাড়ের লোকেরা সাতরিয়ে বা নৌকা দিয়ে ধানের আঁটি তুলে ধান সংগ্রহ করছে। এছাড়া এক ক্ষেতের ধান আরেক ক্ষেতেও চলে গেছে। কালিয়ানের নকিলবিল ছাড়াও ঘাওগা, কালিয়ান বাজারের পশ্চিম পাশের বিল, বাঘবাড়িসহ পশ্চিমে অনেক জায়গায় এ ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে। ধারণা করা যাচ্ছে পাহাড়ি ঢল নেমে পানির পরিমাণ আরো বেড়ে যেতে পারে। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অারো বৃদ্ধি পেতে পারে। গ্রামের অধিকাংশ লোকই সকালে ধান কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
কালিয়ানের কিছু ছবি:

কালিয়ানের আরো ছবি পাঠান আমাদের ফেসবুক ইনবক্সে অথবা কমেন্ট করে জানান।

মানব সেবায় বিশাল অবদান তুহিন সিদ্দিকীর

স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই মানুষের বড় সম্পদ। এ স্বাস্থ্য ভালো রাখতে মানুষ যায় ডাক্তারের কাছে। কিন্তু কিছু কিছু চিকিৎসা ব্যবসায়ীদের কবলে পড়ে ভূক্তভোগীরা সর্বস্ব হারিয়ে নাকাল হচ্ছেন। যখন মানুষ সুচিকৎসার আশায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিক এমন একযুগে ব্যতিক্রম ঘটিয়ে চলছেন তরুন প্রজন্মের উজ্জল নক্ষত্র তুহিন সিদ্দিকী ।
যারা সাধারণ মানুষ গ্রাম থেকে অাসে অসহায় মানুষ গরিব দুঃখি চিকৎসা ক্ষেত্রে যাদের ভাল ধারনা নেই কোথায় গেলে কোন চিকিৎসা ভাল পাওয়া যাবে তাদের কাছে তুহিন সিদ্দিকী তুহিন ভাই নামেই পরিচিত।।

তুহিন সদ্দিকীর পরিচয়ঃ
তুহিন সিদ্দিকীর জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে, তিনি এইচি এস সি পাস করেন টাঙ্গাইল কাগমারি কলেজ থেকে এবং অনার্স শেষ করেন ঢাকা কলেজ থেকে।

তুহিন সিদ্দীকীর এমন মহৎ কাজে যোগদানের পেছনের গল্পটা হচ্ছে তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, তার বাবা রোড একসিডেন্ট এ মারা যায় সে সময় তার বাবা মুলত সুচিৎসার অভাবে মারা যায়, যা তার হৃদয়কে চরম ভাবে ব্যাথিত করে তার পর থেকেই তার মাথায় অাসে চিৎসার অভাবে কিংবা চিকিৎসার জন্য যেন কোন মানুষ কে জীবন দিতে না হয়।

তুহিন সিদ্দিকীর কাজের অংশ বিশেষ

সুচিকৎসার মাধ্যমে মানব সেবা করার লড়াই করে যাচ্ছেন। তিনি নিশ্চয়ই মানব সেবায় অতুলনীয়। তুহীন নামটি মানব সেবায় তুলনাবিহীন। সে ১৩ -১৪ বছর সময় ধরে সাধারন মানুষের চিকিৎসা সেবা পেতে সহায়তা করে অাসছে,, যারা গ্রাম থেকে বা মফস্বল এলাকা থেকে যারা ঢাকার হসপিটাল গুলো ভাল করে চিনেই না যারা অসহায় গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতেও ভয় পায় তাদের ঢাকায় নিয়ে এসে সুচিকিৎসার ব্যবস্থা করাই তুহীন ভাইয়ের কাজ,, তাড়াও সরকারী হসপাতাল সিট, ভর্তি ব্যবস্থা করা।।

অার এ কাজ গুলো করে দিতে সে কারও কাজ থেকে কোন রকমের ফ্রি বা টাকা নেয় না কোন ধরনের খাবারও কারও কাছ থেকে খান না কেউ কিছু খাওয়ানোর অফার করলে এবং না ছাড়লে সে তার নিজের টাকা দিয়ে খাওয়িয়ে তার অনুরোধ রাখে। ১৪ বছরের মানব সেবার ক্যারিয়ারে কারও কাছ থেকে কোন রকমের টাকা গ্রহনের মাধ্যমে কোন কাজ সে করে না, বিন্যামুল্যে সে তার সার্ভিস দিয়ে যাচ্ছে সুবিধা বঞ্চিত মানুষদের সুচিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে।

প্রতিদিন সকাল ৮ থেকে শুরু হয় তার ফ্রি চিকিৎসার কাজ ঢাকা মেডিক্যাল পিজি হসপিটাল, জাতীয় চক্ষু বিজ্ঞান, কিডনী হসপিটাল, হৃদরোগ হসপিটাল, নিউরো হসপিটাল, শিশু হসপিটাল, সরোয়ার্দি হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে গিয়ে রোগীদের খোঁজ খবর নিয়ে থাকেন এই তুহীন ভাই। প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ২৫ জন রোগীর কাজ করে থাকেন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই কাজই করে করে থাকেন তুহিন ভাই। এক হসপিটাল থেকে অন্য হসপিটালে ছুটে বেড়ায় রোগীর সুবিধা-অসুবিধা জানার জন্য। ঢাকার মধ্য এমন কোন সরকারী হসপিটাল নাই বা ডাক্তার নাই যে তুহিন সিদ্দিকী কে চিনে না। সে মানবতার একজন সফল দৃষ্টান্ত। বাংলাদেশের প্রায় সব জেলার রোগীরাই এখন তার দ্বারা উপকৃত |

প্রশ্ন এটা থাকে যে সে সারা দিন বিন্যামুল্যে মানব সেবা করলে তার চলে কেমনে? সে তার সমস্ত খরচ তার বাড়ি থেকে দেয়,, তার বাবা মারা যাওয়ার পর মা একটা সরকারী চাকরী করতো তাছাড়া তার বাড়িতে একটা বিসনেস অাছে সেটা দিয়েই তাদের পরিবার ও সে চলে। তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে সে জানায় ভবিষ্যৎ সব সময়ই সবার অনিশ্চত, কেউ কারও ভবিষ্যৎ বলতে পারবে নাঅ অনেক সম্পদের মালিক হওয়া বা ভোগ বিলাসী জীবনের প্রতি তার কোন অাগ্রহ্ নেই, সে বেঁচে থাকতে চায় মানুষের হৃদয়ে। সে মানুষের হৃদয়ের ভালবাসা চায় বাহিরের লোক দেখানো ভালবাসাতে নয়…..

তাকে কাছ থেকে না দেখলে দুর থেকে চেনা বড় কঠিন। তাকে কেউ কাছ থেকে না দেখলে তার সম্পর্কে অনেক কিছু অজানা থেকে যায়।তিনি কতোটা মানব সেবক এবং নিজেকে মানব সেবায় বিলিয়ে দিতে কার্পণ্য করেননি কখনো। তার মানব সেবা চোখে না দেখলে কাগজের পাতায় লিখে বোঝানো অনেকটাই কঠিন।

তুহিন সিদ্দিকী মানব সেবার ক্ষেত্রে সততার এক উদাহরণ সৃষ্টি করার জন্য নিষ্ঠার সাথে সেচ্ছায় বিন্যামুল্যে চিকিৎসা সেবা করে যাচ্ছেন। তাই সাধারন মানুষ তার হাসপাতালে সুচিকিৎসা সুলভভাবে পাচ্ছে বলেই অগ্রযাত্রার প্রসারতা দিনদিন বেড়েই চলছে।

এমন মহৎ কাজের জন্য তুহিন সিদ্দিকী কে জানাই স্যালুট বাংলার প্রতিটা সমাজে ১ জন করে তুহীন সিদ্দিকীর জন্ম হোক এমনটাই অামাদের প্রত্যাশা।

সুত্রঃ টাংগাইল টাইমস ও ফেইসবুক।

নবী মিয়ার জানাযা সকাল ১১ টায়!

কালিয়ান দোনারচালার (বাজারপাড়া) মোঃ নবী মিয়া স্ত্রী সন্তানদের রেখে পারিবারিক স্বচ্ছলতার জন্য ২য় মেয়াদে সৌদি গিয়েছিলেন প্রায় ৫০ দিন আগে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সবাইকে রেখে তিনি চলে গেলেন না ফেরার দেশে। আজ তার মরদেহ বাড়িতে আনা হয়েছে এবং উৎসুক জনতা একটু খানি দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাচ্ছে। আজ সকাল ১১ টায় কালিয়ান ঈদগাহ মাঠে তার জানাযা সম্পন্ন হবে। জানাযা শেষে বাড়ির পাশেই তাকে সমাহিত করা হবে।

অনবরত বৃষ্টিতে ধানের বিশাল ক্ষতি কালিয়ানে

গত মাস সহ চলতি মাসে অনবরত বৃষ্টির কারণে কালিয়ানে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে নদী ও নকিল বিলের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত বছরের মতো এ বছরও অনেক ধান পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে শ্রমিক মজুরীও বৃদ্ধি পেয়েছে। এ বিলে পানি আসে বিভিন্ন গ্রাম থেকে যার ফলে অতি তাড়াতাড়িই নিচু জায়গার ধান তলিয়ে যায়। নকিল বিলে পানি বন্ধের জন্য কোন ধরনের সুইচ গেট না থাকায় দ্রুত পানি প্রবেশে সব ধান তলিয়ে যায়। নকিল বিলে কালিয়ান, বেতুয়া, গোহাইলবাড়ি সহ বিভিন্ন গ্রামের কৃষকরা এখানে ধান চাষ করে এবং প্রতি বছরই এভাবে তলিয়ে যায়। তাই এর সমাধান করার জন্য যতটুকু সম্ভব, মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন করা হলো।

নবী মিয়ার লাশ বাড়ি অাসবে আজ

কালিয়ান বাজার পাড়ার মোঃ লাল মিয়ার ছেলে মোঃ নবি মিয়া গত ২৪/০৪/২০১৮ তারিখে সৌদিতে অবস্থানরত অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। উনার মরদেহ আজ ১১/০৫/২০১৮ তারিখ বিকাল ৫ টায় বাংলাদেশে আসছে এবং তা গ্রহণ করেছে উনার পরিবারের লোকেরা। সম্ভবত ১২/০৫/২০১৮ তারিখ শনিবার সকালে কালিয়ান ইদগাহ মাঠে জানাযা পড়িয়ে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে। উক্ত জানাযায় কালিয়ানের সকলকে (যারা স্ব ইচ্ছায় জানাযা পড়তে ইচ্ছুক) উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মাত্র ১৫ হাত জায়গার ভোগান্তিতে পুরো গ্রামবাসী!

IMG_20171010_170105.jpgকালিয়ান বাজার সংলগ্ন কালিয়ান উচ্চ বিদ্যালয়ের পুর্বপাশ দিয়ে বাজারে ঢোকার প্রধান রাস্তা প্রায় ২ মাস ধরে চলাচলের অনুপযোগী। এর ফলে বাজারে আসতে সব লোককে প্রায় হাফ কিলোমিটার জায়গা ঘুরে বাজারে প্রবেশ করতে হয়। এ সমস্যা সবার নজরে পড়লেও কেউ ৯নং ওয়ার্ডের মেম্বারকে অবহিত করে নাই এবং মেম্বারের নিজের চোখে পড়লেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয় নাই। প্রত্যেক মেম্বারকেই পুরনো কাচা রাস্তা মেরামতের জন্য ৪০ দিনের কর্মসুচি দেওয়া হয় কিন্তু এই রাস্তা মেরামতের জন্য ১দিনের কর্মসুচির খরচও হবে না। তাই ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব রফিকুজ্জামান রতনের এ রাস্তা মেরামতের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইল।