চার লেন হচ্ছে কালিহাতির এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত

দেশের সব মহাসড়ক চার লেনে রূপান্তর করার অংশ হিসেবে এবার টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত চার লেন করা হচ্ছে। এরপর রংপুর থেকে বুড়িমারী পর্যন্ত মহাসড়কটিও চার লেন করা হবে। ইতিমধ্যে বিস্তারিত

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল

আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, তাঁরা আশা করছেন এবার প্রশ্ন ফাঁস হবে না।

প্রশ্ন ফাঁস নিয়ে রটনার ৮০ শতাংশের বেশি গুজব বলে মনে করেন শিক্ষামন্ত্রী। তিনি আরো বলেছেন বিস্তারিত

বাসাইল-সখীপুরে ঐক্যফ্রন্টের প্রার্থী বঙ্গবীর, পাল্টে গেছে হিসাব-নিকাশ

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ঘিরেই যত হিসাব বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপির। সে কারণে আসনটি দেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত। এবার এ আসনে বড় ফ্যাক্ট হবে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। তিনি ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় ভোটের হিসাব-নিকাশ পুরোটাই পাল্টে গেছে। প্রাণ ফিরে পেয়েছে কর্মী-সমর্থক ও বঙ্গবীর প্রেমী সাধারণ মানুষের। মহান মুক্তিযুদ্ধে বাসাইল-সখীপুর ছিল বঙ্গবীরের প্রাণ কেন্দ্র। যার কারণে সাধারণ মানুষকে স্বস্তি ফিরিয়ে দিতে এই আসনে বঙ্গবীর নির্বাচন বিস্তারিত

ঢাকা-টাংগাইল-ঢাকা কমিউটার ট্রেনের সময়সূচী।

ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত কমিউটার ট্রেন চালু করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ ট্রেনের উদ্বোধন করেন। এসময় রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন থেকে টাঙ্গাইলবাসী একক ট্রেনের দাবি করে আসছিল। এ দাবির প্রেক্ষিতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত চলাচলকারী কমিউটার ট্রেনের উদ্বোধন করা হলো।

ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে টাঙ্গাইল কমিউটার ১ ও ২ নামে একজোড়া ট্রেন বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করেছে।

ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল ৫ টা ২০ মিনিটে। ট্রেনটি বঙ্গবন্ধু সেতু (পূর্ব) পৌঁছাবে রাত সাড়ে ৮টায়। সেখান থেকে সকাল ৬ টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০ টি কোচ দ্বারা চলাচল করবে। পূর্বে এ ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুর রেলপথে চলাচল করত।

এদিকে টাঙ্গাইলবাসীর ট্রেনের দাবি পূরণ হওয়ায় আনন্দ উৎসবের আয়োজন করে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি।

সাইটটি সুন্দরভাবে দেখুন এখানে Newskalian24

কালিয়ানে ঈদুল আযহার নামায সকাল ৮:৩০ মিনিটে

কালিয়ানের সকল ধর্মপ্রাণ মুসুল্লিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গতবারের মতো এবারও কালিয়ানে ঈদুল আযহার নামায সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত নামাযে অংশগ্রহণ করতে অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বেই ঈদগাহ মাঠে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হইল। ঈদের সালাত শেষে প্রত্যেক সমাজের নির্ধারিত জায়গায় কুরবানীর পশু জবাই করা হবে।
উল্লেখ্য যে, এবার মহিলাদের ঈদের সালাত আদায় করার জন্য আলাদা সুব্যবস্থা করবে কালিয়ান ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ। তাই মহিলারা পর্দায় থেকে ঈদের সালাত জামায়াতের সাথে আদায় করতে পারবে।

কালিয়ানের সকল নিউজ পেতে ভিজিট করুন Newskalian24 এই ঠিকানায়

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কালিয়ান!

টানা কয়েক ঘন্টার ভারী বর্ষণে আশেপাশের এলাকার মতো কালিয়ানও বিপুল পরিমাণ ধানের ক্ষতি থেকে রক্ষা পায় নি। কালিয়ানের নকিল বিলের ক্ষতিগ্রস্তের পরিমাণ খুবই বেশি। এর বেশির ভাগ অংশ পানির নিচে তলিয়ে গেছে এবং যে সমস্ত ক্ষেতে ধান কাটা ছিল তার সবই ভেসে চলে গেছে। আশেপাশে নদীর পাড়ের লোকেরা সাতরিয়ে বা নৌকা দিয়ে ধানের আঁটি তুলে ধান সংগ্রহ করছে। এছাড়া এক ক্ষেতের ধান আরেক ক্ষেতেও চলে গেছে। কালিয়ানের নকিলবিল ছাড়াও ঘাওগা, কালিয়ান বাজারের পশ্চিম পাশের বিল, বাঘবাড়িসহ পশ্চিমে অনেক জায়গায় এ ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে। ধারণা করা যাচ্ছে পাহাড়ি ঢল নেমে পানির পরিমাণ আরো বেড়ে যেতে পারে। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অারো বৃদ্ধি পেতে পারে। গ্রামের অধিকাংশ লোকই সকালে ধান কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
কালিয়ানের কিছু ছবি:

কালিয়ানের আরো ছবি পাঠান আমাদের ফেসবুক ইনবক্সে অথবা কমেন্ট করে জানান।

কেউ হঠাৎ জ্বর আক্রান্ত হলে যা করবেন

নিউজ ডেস্ক: হঠাৎ করে যে কেউ জ্বরে আক্রান্ত হতে পারেন। তবে জ্বর নিজে কোনো রোগ নয়, অন্য রোগের লক্ষণ। শরীরে ভাইরাস ও ব্যাকটেরিয়াসহ জীবাণুর আক্রমণ ঠেকাতে শরীরের নিজস্ব প্রক্রিয়ার কারণেই জ্বর আসে। সাধারণত শরীরের তাপমাত্রা ৯৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা ৯৮ দশমিক ৮ থেকে ১০০ দশমিক ৮ এর মধ্যে থাকলে তা মাইল্ড ফিভার বা সামান্য জ্বর হিসেবে পরিচিত। ১০৩ ডিগ্রি পর্যন্ত মডারেট বা মাঝারি জ্বর, এর ওপরে তাপমাত্রা গেলে তা হাই ফিভার বা উচ্চজ্বর হিসেবে বিবেচনা করা হয়। জ্বর এলে অনেকের গলা ব্যথা, কাশি, খাবারে অরুচি, সেই সাথে শরীরে দুর্বলতা দেখা দেয়।

চলুন জেনে নিই জ্বর হলে করণীয় কিছু বিষয় সম্পর্কে- ১. জ্বরের প্রধান ও প্রথম চিকিৎসা হচ্ছে প্রচুর তরল খাবার খাওয়া। পানি তো চলবেই, সাথে গরম স্যুপ, আদা-চা, জুস ইত্যাদিও চলবে। গরম পানীয়তে কাশিটা নিয়ন্ত্রণে আসবে। আদা-চা ও গরম পানীয় গলা ব্যথা ও মাথা ব্যথা দূর করতে সহায়ক। ২. জ্বর হলে রোগীর পুরো শরীর স্পঞ্জিং (ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া) করিয়ে দিতে হবে। টানা প্রায় ১০ মিনিট অবিরাম স্পঞ্জিং করলে তাপমাত্রা কমে যেতে পারে। তবে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগা বোঝা যাবে, যেমন কাশি ও বুকের মধ্যে ঘড়ঘড়ে ভাব দেখা দিলে তাদের স্পঞ্জিং করার সময় বুকে যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের ঠান্ডা পানি মোটেও খাওয়া যাবে না। তাদেরকে গরম পানি মিশিয়ে খাওয়ানো ভালো। স্পঞ্জিং করার সময় হালকা করে ফ্যান ছেড়ে রাখতে পারেন। আবার খেয়াল রাখতে হবে যাতে বাতাস রোগীর শরীরে যেনো ডাইরেক্ট না লাগে। ৩. জ্বর হলে সাধারণত ডাক্তারা নাপা বা প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। তবে প্যারাসিটামলের অতিরিক্ত কোনো ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া মোটেও উচিত হবে না। ৪. স্বাভাবিক ঠান্ডা জ্বর হলে প্যারাসিটামল কিংবা স্পঞ্জিং করে জ্বর চলে যেতে পারে। তবে যদি ৩ দিন বা তার অধিক দিন জ্বর থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ৫. গরম পানিতে লেবুর সঙ্গে মিশিয়ে আদা কুচি খেতে পারেন। এটি ব্যাকটেরিয়াজনিত ইনফেকশনের সঙ্গে লড়াই করে। ফলে জ্বর কমতে পারে। ৬. জ্বরের সময় এক চা চামচ জিরা এবং ৪-৬টা তুলসীপাতা এক গ্লাস পানিতে নিয়ে সিদ্ধ করে সেখান থেকে প্রতিদিন দুইবার এক চা চামচ খেতে পারেন।

এছাড়া জ্বরের সময় আরেকটি উপকারী খাবার হলো চালের সুজি, সঙ্গে সামান্য আদাকুচি ও সিদ্ধ করা সবজি। কিশমিশে আছে ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা দ্রুত সুস্থ হতে সাহায্য করে। জ্বরের রোগীর জন্য আরেকটি উপকারী খাবার হলো টমেটো ও গাজরের স্যুপ।

মানব সেবায় বিশাল অবদান তুহিন সিদ্দিকীর

স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই মানুষের বড় সম্পদ। এ স্বাস্থ্য ভালো রাখতে মানুষ যায় ডাক্তারের কাছে। কিন্তু কিছু কিছু চিকিৎসা ব্যবসায়ীদের কবলে পড়ে ভূক্তভোগীরা সর্বস্ব হারিয়ে নাকাল হচ্ছেন। যখন মানুষ সুচিকৎসার আশায় ঘুরে বেড়াচ্ছেন, ঠিক এমন একযুগে ব্যতিক্রম ঘটিয়ে চলছেন তরুন প্রজন্মের উজ্জল নক্ষত্র তুহিন সিদ্দিকী ।
যারা সাধারণ মানুষ গ্রাম থেকে অাসে অসহায় মানুষ গরিব দুঃখি চিকৎসা ক্ষেত্রে যাদের ভাল ধারনা নেই কোথায় গেলে কোন চিকিৎসা ভাল পাওয়া যাবে তাদের কাছে তুহিন সিদ্দিকী তুহিন ভাই নামেই পরিচিত।।

তুহিন সদ্দিকীর পরিচয়ঃ
তুহিন সিদ্দিকীর জন্ম টাঙ্গাইল জেলার সখিপুর থানার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে, তিনি এইচি এস সি পাস করেন টাঙ্গাইল কাগমারি কলেজ থেকে এবং অনার্স শেষ করেন ঢাকা কলেজ থেকে।

তুহিন সিদ্দীকীর এমন মহৎ কাজে যোগদানের পেছনের গল্পটা হচ্ছে তার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, তার বাবা রোড একসিডেন্ট এ মারা যায় সে সময় তার বাবা মুলত সুচিৎসার অভাবে মারা যায়, যা তার হৃদয়কে চরম ভাবে ব্যাথিত করে তার পর থেকেই তার মাথায় অাসে চিৎসার অভাবে কিংবা চিকিৎসার জন্য যেন কোন মানুষ কে জীবন দিতে না হয়।

তুহিন সিদ্দিকীর কাজের অংশ বিশেষ

সুচিকৎসার মাধ্যমে মানব সেবা করার লড়াই করে যাচ্ছেন। তিনি নিশ্চয়ই মানব সেবায় অতুলনীয়। তুহীন নামটি মানব সেবায় তুলনাবিহীন। সে ১৩ -১৪ বছর সময় ধরে সাধারন মানুষের চিকিৎসা সেবা পেতে সহায়তা করে অাসছে,, যারা গ্রাম থেকে বা মফস্বল এলাকা থেকে যারা ঢাকার হসপিটাল গুলো ভাল করে চিনেই না যারা অসহায় গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতেও ভয় পায় তাদের ঢাকায় নিয়ে এসে সুচিকিৎসার ব্যবস্থা করাই তুহীন ভাইয়ের কাজ,, তাড়াও সরকারী হসপাতাল সিট, ভর্তি ব্যবস্থা করা।।

অার এ কাজ গুলো করে দিতে সে কারও কাজ থেকে কোন রকমের ফ্রি বা টাকা নেয় না কোন ধরনের খাবারও কারও কাছ থেকে খান না কেউ কিছু খাওয়ানোর অফার করলে এবং না ছাড়লে সে তার নিজের টাকা দিয়ে খাওয়িয়ে তার অনুরোধ রাখে। ১৪ বছরের মানব সেবার ক্যারিয়ারে কারও কাছ থেকে কোন রকমের টাকা গ্রহনের মাধ্যমে কোন কাজ সে করে না, বিন্যামুল্যে সে তার সার্ভিস দিয়ে যাচ্ছে সুবিধা বঞ্চিত মানুষদের সুচিকিৎসার ব্যবস্থা করার মাধ্যমে।

প্রতিদিন সকাল ৮ থেকে শুরু হয় তার ফ্রি চিকিৎসার কাজ ঢাকা মেডিক্যাল পিজি হসপিটাল, জাতীয় চক্ষু বিজ্ঞান, কিডনী হসপিটাল, হৃদরোগ হসপিটাল, নিউরো হসপিটাল, শিশু হসপিটাল, সরোয়ার্দি হসপিটাল সহ বিভিন্ন হসপিটালে গিয়ে রোগীদের খোঁজ খবর নিয়ে থাকেন এই তুহীন ভাই। প্রতিদিন কমপক্ষে ২০ থেকে ২৫ জন রোগীর কাজ করে থাকেন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই কাজই করে করে থাকেন তুহিন ভাই। এক হসপিটাল থেকে অন্য হসপিটালে ছুটে বেড়ায় রোগীর সুবিধা-অসুবিধা জানার জন্য। ঢাকার মধ্য এমন কোন সরকারী হসপিটাল নাই বা ডাক্তার নাই যে তুহিন সিদ্দিকী কে চিনে না। সে মানবতার একজন সফল দৃষ্টান্ত। বাংলাদেশের প্রায় সব জেলার রোগীরাই এখন তার দ্বারা উপকৃত |

প্রশ্ন এটা থাকে যে সে সারা দিন বিন্যামুল্যে মানব সেবা করলে তার চলে কেমনে? সে তার সমস্ত খরচ তার বাড়ি থেকে দেয়,, তার বাবা মারা যাওয়ার পর মা একটা সরকারী চাকরী করতো তাছাড়া তার বাড়িতে একটা বিসনেস অাছে সেটা দিয়েই তাদের পরিবার ও সে চলে। তার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে সে জানায় ভবিষ্যৎ সব সময়ই সবার অনিশ্চত, কেউ কারও ভবিষ্যৎ বলতে পারবে নাঅ অনেক সম্পদের মালিক হওয়া বা ভোগ বিলাসী জীবনের প্রতি তার কোন অাগ্রহ্ নেই, সে বেঁচে থাকতে চায় মানুষের হৃদয়ে। সে মানুষের হৃদয়ের ভালবাসা চায় বাহিরের লোক দেখানো ভালবাসাতে নয়…..

তাকে কাছ থেকে না দেখলে দুর থেকে চেনা বড় কঠিন। তাকে কেউ কাছ থেকে না দেখলে তার সম্পর্কে অনেক কিছু অজানা থেকে যায়।তিনি কতোটা মানব সেবক এবং নিজেকে মানব সেবায় বিলিয়ে দিতে কার্পণ্য করেননি কখনো। তার মানব সেবা চোখে না দেখলে কাগজের পাতায় লিখে বোঝানো অনেকটাই কঠিন।

তুহিন সিদ্দিকী মানব সেবার ক্ষেত্রে সততার এক উদাহরণ সৃষ্টি করার জন্য নিষ্ঠার সাথে সেচ্ছায় বিন্যামুল্যে চিকিৎসা সেবা করে যাচ্ছেন। তাই সাধারন মানুষ তার হাসপাতালে সুচিকিৎসা সুলভভাবে পাচ্ছে বলেই অগ্রযাত্রার প্রসারতা দিনদিন বেড়েই চলছে।

এমন মহৎ কাজের জন্য তুহিন সিদ্দিকী কে জানাই স্যালুট বাংলার প্রতিটা সমাজে ১ জন করে তুহীন সিদ্দিকীর জন্ম হোক এমনটাই অামাদের প্রত্যাশা।

সুত্রঃ টাংগাইল টাইমস ও ফেইসবুক।

২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের সময়সূচী

২০১৮ সালের বিশ্বকাপে মোট ৩২টি দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে রয়েছে ৪টি করে দল। আগামী ১৪ জুন রাশিয়ার মস্কোয় বিশ্ব ফুটবলের মহাআসরটির উদ্বোধন হবে। সৌদি আরবের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে পর্দা উঠবে একুশতম বিশ্বকাপের।
ইউরোপের এই দেশটির ১১ শহরের ১২টি স্টেডিয়ামে হবে বিশ্বতারকাদের ফুটবলযুদ্ধ।

‘গ্রেটেস্ট শো অন আর্থে’র মাসকটও চূড়ান্ত হয়েছে আগেই। বাদামী এবং সাদা পশমে আবৃত নেকড়ে বাঘকে বেছে নিয়েছে স্বাগতিকরা। এর নাম দেয়া হয়েছে ‘জাবিভকা’।
প্রায় এক মাসব্যাপী ফুটবলের এই মহাযজ্ঞের ফাইনাল হবে ১৫ জুলাই। সব ধরনের প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষ। এখন মাঠের লড়াই দেখার অপেক্ষা।
বাংলাদেশ সময় অনুযায়ী কবে কখন কোন ম্যাচ হবে তা তুলে ধরা হলো:
তারিখ ও বার

সময়

গ্রুপ

ম্যাচ

স্থান

১৪ জুন, বৃহস্পতিবার
রাত ৯টা

রাশিয়া–সৌদি আরব

লুজনিকি, মস্কো
১৫ জুন, শুক্রবার
সন্ধ্যা ৬টা

মিশর–উরুগুয়ে

একাতেরিনবার্গ
১৫ জুন, শুক্রবার
রাত ৯টা
বি

মরক্কো–ইরান

সেন্ট পিটার্সবার্গ
১৫ জুন, শুক্রবার
রাত ১২টা
বি

পর্তুগাল–স্পেন

সোচি
১৬ জুন, শনিবার
বিকাল ৪টা
সি

ফ্রান্স–অস্ট্রেলিয়া

কাজান
১৬ জুন, শনিবার
সন্ধ্যা ৭টা
ডি

আর্জেন্টিনা–আইসল্যান্ড

লুজনিকি, মস্কো
১৬ জুন, শনিবার
রাত ১০টা
সি

পেরু–ডেনমার্ক

সারানস্ক
১৬ জুন, শনিবার
রাত ১টা
ডি

ক্রোয়েশিয়া–নাইজেরিয়া

কালিনিনগ্রাদ
১৭ জুন, রোববার
সন্ধ্যা ৬টা

কোস্টা রিকা–সার্বিয়া

সামারা
১৭ জুন, রোববার
রাত ৯টা
এফ

জার্মানি–মেক্সিকো

লুজনিকি, মস্কো
১৭ জুন, রোববার
রাত ১২টা

ব্রাজিল–সুইজারল্যান্ড

রস্তোভ
১৮ জুন, সোমবার
সন্ধ্যা ৬টা
এফ

সুইডেন–দক্ষিণ কোরিয়া

নিজনি নভগোরোদ
১৮ জুন, সোমবার
রাত ৯টা
জি

বেলজিয়াম–পানামা

সোচি
১৮ জুন, সোমবার
রাত ১২টা
জি

তিউনিশিয়া–ইংল্যান্ড

ভলগোগ্রাদ
১৯ জুন, মঙ্গলবার
সন্ধ্যা ৬টা
এইচ

পোল্যান্ড–সেনেগাল

লুজনিকি, মস্কো
১৯ জুন, মঙ্গলবার
রাত ৯টা
এইচ

কলম্বিয়া–জাপান

সারানস্ক
১৯ জুন, মঙ্গলবার
রাত ১২টা

রাশিয়া–মিশর

সেন্ট পিটার্সবার্গ
২০ জুন, বুধবার
সন্ধ্যা ৬টা
বি

পর্তুগাল–মরক্কো

লুজনিকি, মস্কো
২০ জুন, বুধবার
রাত ৯টা

উরুগুয়ে–সৌদি আরব

রস্তোভ
২০ জুন, বুধবার
রাত ১২টা
বি

ইরান–স্পেন

কাজান
২১ জুন, বৃহস্পতিবার
রাত ৯টা
সি

ফ্রান্স–পেরু

একাতেরিনবার্গ
২১ জুন, বৃহস্পতিবার
সন্ধ্যা ৬টা
সি

ডেনমার্ক–অস্ট্রেলিয়া

সামারা
২১ জুন, বৃহস্পতিবার
রাত ১২টা
ডি

আর্জেন্টিনা–ক্রোয়েশিয়া

নিজনি নভগোরোদ
২২ জুন, শুক্রবার
সন্ধ্যা ৬টা

ব্রাজিল–কোস্টারিকা

সেন্ট পিটার্সবার্গ
২২ জুন, শুক্রবার
রাত ৯টা
ডি

নাইজেরিয়া–আইসল্যান্ড

ভলগোগ্রাদ
২২ জুন, শুক্রবার
রাত ১২টা

সার্বিয়া–সুইজারল্যান্ড

কালিনিনগ্রাদ
২৩ জুন, শনিবার
সন্ধ্যা ৬টা
জি

বেলজিয়াম–তিউনিশিয়া

লুজনিকি, মস্কো
২৩ জুন, শনিবার
রাত ৯টা
এফ

জার্মানি–সুইডেন

সোচি
২৩ জুন, শনিবার
রাত ১২টা
এফ

দক্ষিণ কোরিয়া–মেক্সিকো

রস্তোভ
২৪ জুন, রোববার
সন্ধ্যা ৬টা
জি

ইংল্যান্ড–পানামা

নিজনি নভগোরোদ
২৪ জুন, রোববার
রাত ৯টা
এইচ

জাপান–সেনেগাল

একাতেরিনবার্গ
২৪ জুন, রোববার
রাত ১২টা
এইচ

পোল্যান্ড–কলম্বিয়া

কাজান
২৫ জুন, সোমবার
রাত ৮টা

উরুগুয়ে–রাশিয়া

সামারা
২৫ জুন, সোমবার
রাত ৮টা

সৌদি আরব–মিশর

ভলগোগ্রাদ
২৫ জুন, সোমবার
রাত ১২টা
বি

ইরান–পর্তুগাল

সারানস্ক
২৫ জুন, সোমবার
রাত ১২টা
বি

স্পেন–মরক্কো

কালিনিনগ্রাদ
২৬ জুন, মঙ্গলবার
রাত ৮টা
সি

ডেনমার্ক–ফ্রান্স

লুজনিকি, মস্কো
২৬ জুন, মঙ্গলবার
রাত ৮টা
সি

অস্ট্রেলিয়া–পেরু

সোচি
২৬ জুন, মঙ্গলবার
রাত ১২টা
ডি

নাইজেরিয়া–আর্জেন্টিনা

সেন্ট পিটার্সবার্গ
২৬ জুন, মঙ্গলবার
রাত ১২টা
ডি

আইসল্যান্ড–ক্রোয়েশিয়া

রস্তোভ
২৭ জুন, বুধবার
রাত ৮টা
এফ

দক্ষিণ কোরিয়া–জার্মানি

কাজান
২৭ জুন, বুধবার
রাত ৮টা
এফ

মেক্সিকো–সুইডেন

একাতেরিনবার্গ
২৭ জুন, বুধবার
রাত ১২টা

সার্বিয়া–ব্রাজিল

লুজনিকি, মস্কো
২৭ জুন, বুধবার
রাত ১২টা

সুইজারল্যান্ড–কোস্টারিকা

নিজনি নভগোরোদ
২৮ জুন, বৃহস্পতিবার
রাত ৮টা
এইচ

জাপান–পোল্যান্ড

ভলগোগ্রাদ
২৮ জুন, বৃহস্পতিবার
রাত ৮টা
এইচ

সেনেগাল–কলম্বিয়া

সামারা
২৮ জুন, বৃহস্পতিবার
রাত ১২টা
জি

ইংল্যান্ড–বেলজিয়াম

কালিনিনগ্রাদ
২৮ জুন, বৃহস্পতিবার
রাত ১২টা
জি

পানামা–তিউনিশিয়া

সারানস্ক
রাউন্ড অব সিক্সটিন

৩০ জুন, শনিবার
রাত ৮টা
সি ১–ডি ২ (ম্যাচ–৫০)

কাজান
৩০ জুন, শনিবার
রাত ১২টা
এ ১–বি ২ (ম্যাচ ৪৯)

সোচি
১ জুলাই, রোববার
রাত ৮টা
বি ১–এ ২ (ম্যাচ ৫১)

লুজনিকি, মস্কো
১ জুলাই, রোববার
রাত ১২টা
ডি ১–সি ২ (ম্যাচ ৫২)

নিজনি নভগোরোদ
২ জুলাই, সোমবার
রাত ৮টা
ই ১–এফ ২ (ম্যাচ ৫৩)

সামারা
২ জুলাই, সোমবার
রাত ১২টা
জি ১–এইচ ২ (ম্যাচ৫৪)

রস্তোভ
৩ জুলাই, মঙ্গলবার
রাত ৮টা
এফ ১–ই ২ (ম্যাচ ৫৫)

সেন্ট পিটার্সবার্গ
৩ জুলাই, মঙ্গলবার
রাত ১২টা
এইচ ১–জি ২ (ম্যাচ৫৬)

লুজনিকি, মস্কো
কোয়ার্টার ফাইনাল

৬ জুলাই, শুক্রবার
রাত ৮টা
ম্যাচ ৪৯ বিজয়ী–ম্যাচ ৫০ বিজয়ী (ম্যাচ–৫৭)

নিজনি নভগোরোদ
৬ জুলাই, শুক্রবার
রাত ১২টা
ম্যাচ ৫৩ বিজয়ী–ম্যাচ ৫৪ বিজয়ী (ম্যাচ–৫৮)

কাজান
৭ জুলাই, শনিবার
রাত ৮টা
ম্যাচ ৫৫ বিজয়ী–ম্যাচ ৫৬ বিজয়ী (ম্যাচ–৬০)

সামারা
৭ জুলাই, শনিবার
রাত ১২টা
ম্যাচ ৫১ বিজয়ী–ম্যাচ ৫২ বিজয়ী (ম্যাচ–৫৯)

সোচি
সেমিফাইনাল

১০ জুলাই, মঙ্গলবার
রাত ১২টা
ম্যাচ ৫৭ বিজয়ী–ম্যাচ ৫৮ বিজয়ী (ম্যাচ–৬১)

সেন্ট পিটার্সবার্গ
১১ জুলাই, বুধবার
রাত ১২টা
ম্যাচ ৫৯ বিজয়ী–ম্যাচ ৬০ বিজয়ী (ম্যাচ–৬২)

লুজনিকি, মস্কো
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ:
১৪ জুলাই, শনিবার রাত ৮টা সেন্ট পিটার্সবার্গ
ফাইনাল:
১৫ জুলাই, রোববার রাত ৯টা লুজনিকি, মস্কো
ওয়াই/এএ